নৃশংস! একাধিক শাবক-সহ মা কুকুরকে পুড়িয়ে মারল মহিলা |
নিজস্ব প্রতিবেদন:- সাল ২০১৪ বর্দ্ধমান এর খাগড়াগড় বিস্ফোরণ তদন্তে ছিলেন পুলিশ, CID , NIA, NSG । এদের সাথে একটানা সংঘ দিয়েছিলেন স্লিপার ডক।
২০১৪ থেকে ২০১৯ সবে মাত্র ৫ বছর। ৫ বছরে ই কি ভুলে গেলাম আমরা কুকুরের অবদান। খাগড়াগড় থেকে আসিয়া বিবির বাড়ি মাত্র ২.৭ কিলোমিটার,এত কাছে থেকেও কিভাবে ভুলতে পারলেন তিনি এমন মর্মান্তিক ঘটনা।
একবারও কি হাত কেঁপে উঠলো না ,জেন্তো কুকুর সহ তার সদ্যজাত সন্তান কুকুর দের কেরোসিন তেল ঢেলে পুরিয়ে মারার সময়।
২০১৯ সেও এসে কি বোঝাতে হচ্ছে যে কুকুর অবেলা জীব। তারা দুঃখ কষ্ট কিছুই প্রকাশ করতে পারে না।
Rahul Chatterjeeজলন্ত আগুনে পুড়িয়ে হত্যা |
দুবেলা দুমুঠো অন্যের জন্য ঘুরে বেড়াতো বাড়ির দরে দরে এই ছিল তার অপরাধ। আর এমন অপরাধ এর শাস্তি হিসেবে মিললো তার মৃত্যুদণ্ড। বর্দ্ধমান অন্তঃসত্ত্বা একটি মা কুকুর কে গায়ে কেরোসিন তেল ঢেলে পুরিয়ে মারার অভিযোগে উঠলো আসিয়া বিবির উপর। মা এর পেট থেকে সদ্য জন্ম নিয়েছিল ৩ টে সাবক এর প্রাণ ,পেটে ছিল আরও একটি বাচ্চা সাবক সকলেই অগ্নি দগ্ধ হয়ে মারা যায় ।
তাদের প্রতিবাদে র ভাষা নেই বললেই কি মানুষের অত্যাচারের স্বীকার হবে বারবার।
বছরের পর বছর কেটে গেল ,২০১৯ ও চলে গেল ,আর কিছু দিন পর ২০২০ এখনও কি মানুষ বুঝলো না যে কুকুর কথা বলতে পারে না ,,,,,!!!!
Great
ReplyDelete